
মফিজুর রহমান, মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী চাঞ্চল্যকর গৃহবধূ আফরোজ আকতার হত্যা মামলার ৫নং আসামী মৃত মো. আক্তারের ছেলে কাজলকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। আজ ২ ফেব্রুয়ারি দুপুরে তাকে কক্সবাজার কোর্ট থেকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও বাদী পক্ষের আইনজীবী এড. ফারুক ইকবাল। তিনি জানান, উচ্চ আদালতে জামিনের মেয়াদ শেষ হলে কক্সবাজার জেলা জজ আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, নিখোঁজের ছয়দিন পর গত শনিবার বছরের ১৭ অক্টোবর গৃহবধূ আফরোজার লাশ স্বামীর বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করে পুলিশ। আফরোজার শ্বশুর বাড়ি কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামে এ ঘটনাঘটে পরে নিহতের স্বামী রাকিবুল হাসান বাপ্পির প্রথম স্ত্রীর ৫ বছরের কন্যা লাশ গুমের বিষয়টি পুলিশকে জানালে ঘটনার রহস্য উদঘাটন হয়। পরে এই ঘটনায় আদালতের নির্দেশে ৯ জনকে আসামী করে হত্যা মামলা রুজু করা হয়।
মামলায় আসামিরা হলেন- হাসান বশিরের পুত্র রাকিব হাসান বাপ্পি, তার দ্বিতীয় স্ত্রী রাজবাড়ী জেলার কামিনী আফরিন কংকা, হাসান বশিরের দ্বিতীয় স্ত্রী রোকেয়া হাসান, মৃত মো. হানিফের পুত্র হাসান বশির, তার পুত্র হাসান আরিফ, হাসান রাসেল, এহসান, আসিফ হাসান ও মোহাম্মদ আক্তরের ছেলে মো. কাজল।
leave your comments