আজিমুল গনি (ইউএই): সংযুক্ত আরব আমিরাতে ইমাম আযম আবু হানিফা (রা:), খাজা গরীব নেওয়াজ মঈনুদ্দিন চিশতী আজমিরী (রা:), গাউসুল আজম, হযরত আহমদ উল্লাহ্ মহিজভাণ্ডারী (ক.), ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী আজিজুল হক আলকাদেরী শেরে বাংলা (রহঃ)’র সালানা ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার আজমান নাঈমিয়া খানকা শরিফে গাউসিয়া কমিটি বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, আজমান নাঈমিয়া শাখার উদ্যোগে মোহাম্মদ মামুন চৌধুরী টিটুর সভাপতিত্বে ও মোহাম্মদ এহসানুল হক চৌধুরী ও আলী আকবরের যৌথ সঞ্চালনায় এ ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। এ সময় আজমান নাঈমিয়া শাখার উপদেষ্টা ও আজমান প্রদেশিক শাখার সহ-সভাপতি, মোহাম্মদ এ কে আজাদ’কে গাউছিয়া কমিটি বাংলাদেশ আজমান নাঈমিয়া শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত উরসে উপস্থিত মেহমানে আলা: মাওলানা মোবারক আলী (যুগ্ম-সাধারণ সম্পাদক) সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি,মোহাম্মদ হাজী ইয়াকুব,মোঃ ইলিয়াস সভাপতি আজমান কমিটি, আব্দুল হালেক সিনিয়র সহ-সভাপতি আজমান কমিটি, মোহাম্মদ সুফি আমিন, মাওলানা মুফতি ইখতিয়ার, মাও. খায়রুল বশর, মো. আজাদ, , সাইফুদ্দিন শিহাব, মো. নেজাম, হাফেজ মো. এরশাদ, তাজুল ইসলাম , শিবলী নোমানী, হাফেজ মো. আবুল বশর, মোহাম্মদ মহিন উদ্দিন, মো. আইয়ুব, আবুল কালাম, মাও. মোহাম্মদ মুসা ও মাও. মোহাম্মদ সিকান্দার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মোঃ মামুন চৌধুরী, মোঃ এহসানুল হক চৌধুরী, মোহাম্মদ আলী আকবর, মোঃ এ কে আজাদ, মোহাম্মদ আবু জাফর, মোঃ ইলিয়াস, মোঃ একে হোসেন, মোহাম্মদ ফয়সাল খোকন মোহাম্মদ আনিস, মোঃ পারভেজ, মোহাম্মদ রফিক, মোহাম্মদ তৌহিদ, মোঃ শহীদ, মোহাম্মদ সিদ্দিক, মোঃ সামসু, নজরুল, মোকারম, ফারুক, আজিজ, নেওয়াজ,রায়হান,ফাহিম, সাকিব, আবু ছৈয়দ, মো. আলমগীর, মো. আজম, মোঃ জানে আলম (সও), মোঃ লাবিবসহ গাউছিয়া কমিটি আজমান নাঈমিয়া শাখার সকল নেতৃবৃন্দ। অনুষ্ঠানে খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও মোবারক আলী, মাও. মোহাম্মদ মুসা, মাও. মোহাম্মদ সিকান্দার।