
মফিজুর রহমান, মহেশখালী প্রতিনিধি :
কক্সবাজার-মহেশখালী উপজেলার, হোয়ানক ইউনিয়নের পশ্চিম পুইছড়া সড়কটি সংস্কারের অভাবে জনদুর্ভোগে পরিণত হয়েছে। এই সড়ক দিয়ে দৈনিক প্রায় ৫০ হাজার মানুষ ও চিংড়ি ঘের, লবন ও পান চাষীসহ ৪ মহল্লার মানুষসহ খানাখন্দে ভরা সড়কে থেমে থেমে গাড়িও চলাচল করে। বর্ষাকালে প্রতিদিন হাজারও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক ব্যবহার করে থাকেন। সুতরাং এই সড়ক উন্নয়ন সংস্কার করা খুব গুরুত্বপূর্ণ। এ গুরুত্বপূর্ণ সড়কটি হোয়ানক টাইমবাজার পার হয়ে বাজারে পশ্চিম পাশে প্রবেশ করলে চোখে পড়ে প্রকৃত দৃশ্য। বাজারের মধ্য দিয়ে চলে যাওয়া সড়কটি যেন বয়সের ভারে নুয়ে পড়েছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই এ সড়কে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। এর মধ্যে দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়–য়া কিশোর-কিশোরীদের যাতায়ত করতে হয়।
গতকাল ২৯ জানুয়ারি (শুক্রবার) সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানের বিশাল-বিশাল গর্তের পরিণত হয়েছে। অন্য দিকে দেখা যায়, সড়কের পাশে থাকা গাইড ওয়াল ভেঙ্গে ক্ষতবিক্ষত হয়ে পড়ে রয়েছে। স্থানীয়রা জানান, গত পাঁচ বছরে লাগেনি এ সড়কে উন্নয়নের ছোঁয়া। পুইছড়া মানুষের এটাই দাবি সড়কটি কেন উন্নয়ন হলো না? সাধারণ মানুষকে শান্তনা দেয়ার জন্য পরিষদের পক্ষ থেকে এক চেইন গাইড ওয়াল নির্মাণ করে দিয়েছিল। তাও টেকসই না হওয়ার কারণে সপ্তাহ ১০ দিনের মধ্যে পাহাড়ি ঢলের পানির সাথে তলিয়ে যায়।
এ ব্যাপারে, ৫নং হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেছেন, সড়কটি সংস্কারের জন্য উপজেলায় বরাদ্দর আবেদন করা হয়েছে। বরাদ্দ আসলে সড়কটি পূর্ণ সংস্কার করা হবে বলে জানিয়েছেন।
leave your comments