আজিমুল গনি (দুবাই): সংযুক্ত আরব আমিরাতে গাউসিয়া কমিটি বাংলাদেশ আজমান প্রদেশিক শাখার আওতাধীন, আল হ্যালো শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ নভেম্বর শুক্রবার আল, হ্যালো খানকা আল, হ্যালো আজমানে গাউসিয়া কমিটি বাংলাদেশ আজমান আল হ্যালো শাখার ব্যবস্থাপনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ সৈয়দ নুর’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউ, এ, ই, কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ ওমর গণী। প্রধান বক্তা ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মোবারক আলী। বিশেষ বক্তা ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ ফারুক বাহাদুর। প্যানেল কাউন্সিলর ছিলেন আজমান শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইলিয়াস আজম। স্বাগতিক বক্তব্য রাখেন মুফতি মাওলানা মোহাম্মদ ইখতিয়ার হোসেন। সাধারণ সম্পাদক, হাফেজ মুহাম্মদ আবুল বশর ও মুহাম্মদ পারভেজ উদ্দীনের যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ মিজান, মো. ফারুক, মুহাম্মদ আতাউর রহমান, মুহাম্মদ নুরুন্নবী, মামুন চৌধুরী, মো. সাঈদ নুর, মোহাম্মদ রাসেল, আনোয়ার হোসেন, মোহাম্মদ তামজিদ হোসেন, মোহাম্মদ কামরুল হাসান, মোহাম্মদ শাহাদাত, মোহাম্মদ মিজান, মোহাম্মদ রুবেল হোসেন, হাফেজ মোহাম্মদ এরশাদ, মো: তৌহিদুল ইসলাম, আজিজুর রহমান, আলহাজ্ব আবদুল খালেক, মো. আরিফ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ হেলাল, হাফেজ মুহাম্মদ এরশাদ, শায়ের যথাক্রমে হাফেজ মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ আব্দুল্লাহ আল রুমান, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ আলমগীর,শায়ের মুহাম্মদ আব্দুল হাকীম, মাও. মুহাম্মদ সাইফুল্লাহ জিহাদী ও মাও. মুহাম্মদ আবুল কাশেম প্রমুখ। এ সময় প্রধান অতিথি ওমর গণী বলেন গাউছিয়া কমিটির মাধ্যমে সুন্নিয়তের প্রচার প্রসার বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে দিতে হবে। প্রত্যেককে সততার সহিত দায়িত্ব পালন করতে হবে। গাউছিয়া কমিটির লক্ষ্যে উদ্দেশ্যে পূরণে আল হ্যালো শাখার নবগঠিত কমিটিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দোয়া মোনাজাত করেন মাও. মুহাম্মদ ফজলুল কবির চৌধুরী।