নিজস্ব প্রতিবেদক:
ফটিকছড়ির খিরাম হযরত আহমদ ছাফা (রহঃ) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো.শাহাবুদ্দিনের পিতা মরহুম মো. রুহুল আমিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর সকালে মাদ্রাসা মিলনায়তনে এ শোক সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সহ-সুপার মাওলানা মোহাম্মদ মুকতার হোসাইন, শিক্ষক যথাক্রমে হাফেজ মাওলানা মোহাম্মদ ফোরকান উদ্দিন, মাস্টার শাহাবুদ্দিন, মাওলানা শহীদুল্লাহ প্রমুখ । উল্লেখ্য যে, ৬ নভেম্বর দুপুরে খিরাম মগকাটা নিবাসী মাস্টার শাহাবুদ্দিনের পিতা মোঃ রুহুল আমিন ৭৬ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি ৫ সন্তান এক স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। রাত সাড়ে নয়টায় মগকাটা বাগে দস্তগীর জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।