
সৈকত দাশ ইমনঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উদ্যোগে গত ৩০ জানুয়ারি বাইজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, গরীব অসহায় দুস্থ সি এন জি, রিকশা, ভ্যান,ট্রলি অটোরিকশা চালক সহ প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র ও মাস্ক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের সভাপতি বলরাম চক্রবর্ত্তী সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র ও মাস্ক বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সহ সভাপতি মাষ্টার আহসান ফারুক, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী, পৌরসভা আওয়ামীলীগের আহ্বায়ক এম কায়সার উদ্দিন চৌধুরী, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সমীরণ দাশ তপন, এড. সৈয়দ মোহাম্মদ ওসমান, বরমা ইউনিয়ন পরিষদের ইউ পি সদস্য মোঃ আবু জাফর, অমল ভট্টাচার্য্য, বাতাজুরী এ রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তপন চক্রবর্ত্তী,বরমা ইউনিয়ন যুবলীগের আহবায়ক কৃষ্ণ চক্রবর্ত্তী। উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক সাহেদুল কবির শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম, সহ সম্পাদক এস এম সেলিম, আবদুল মাবুদ, অসীম দেওয়ানজী, অজিত ব্যানার্জী, হারুন সওদাগর, জামাল উদ্দিন সওদাগর, জসিম উদ্দিন, আনোয়ার,জয়নাল প্রমুখ।
অনুষ্ঠানে ৩৮০ জনকে শীত বস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়।
leave your comments