নিজস্ব প্রতিবেদক:
হযরত আহমদ ছাফা (রহঃ) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সংলগ্ন হযরত আব্দুল বাসেত শাহী জামে মসজিদের প্রতিষ্ঠাতা, মতোয়াল্লী সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী দানবীর ও সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ রফিক উদ্দিনকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার মসজিদ সংলগ্ন সৈয়দা মাসুমা জাহান হেফজ ও এতিমখানা শিক্ষক মন্ডলী ও ছাত্ররা পুষ্প অর্পণের মধ্য দিয়ে তাকে এ সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন হযরত আব্দুল বাসেত শাহী জামে মসজিদের খতিব, সুপার মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান আল কাদেরী, হযরত আহমদ ছফা মাদ্রাসার পরিচালক মো. নুরুল আমিন, ভারপ্রাপ্ত মো. আবুল ফয়েজ, হযরত আহমদ ছাফা মাদ্রাসার সহ সুপার মাওলানা মোহাম্মদ মুকতার হোসাইন আল কাদেরী, মাস্টার শাহাবুদ্দিন, হাফেজ মাওলানা মোহাম্মদ ফোরহান উদ্দিন, মাওলানা শহিদ উল্লাহ, মোহাম্মদ ইলিয়াস সওদাগর, প্রমুখ। উল্লেখ্য যে, সৈয়দা মাসুমা জাহান হেফজ ও এতিমখানার প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি মামুনুর রশিদ ইমন, ও হযরত আহমদ ছাফা (রহঃ) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠাতা আরব আমিরাতের বিশিষ্ট সাংবাদিক আজিমুল গণী।