আজিমুল গণী (দুবাই)
সংযুক্ত আরব আমিরাতে বিল্ডিং নির্মাণে উন্নতমানের মেটেরিয়ালসের নিশ্চিয়তায় মনোরম পরিবেশে উদ্বোধন হলো দুবাইয়ের ঐতিহ্যবাহী কাদি গ্রুপের নতুন প্রতিষ্ঠান রয়েল স্টার বিল্ডিং মেটেরিয়ালস ট্রেডিং । উদ্ভোধন করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক প্রকৌশলী মো.রেহান উদ্দিন শিবলু।
১ নভেম্বর শুক্রবার দেরা দুবাই কাদি গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ রফিকুল আলম’র দুবাইস্থ হরলেন্স, (পুরাতন রহমানিয়া) নামক স্হানে এ শাখার উদ্ভোধন করা হয়। কমিউনিটি নেতা মোহাম্মদ হুমায়ূন কবীর সুমনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কাদি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রফিকুল আলম, ইউ.এ.ই প্রকৌশলী এসোসিয়েশনে’র সভাপতি, আব্দুস সালাম খান, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা যথাক্রমে, মো. মোস্তফা মাহমুদ, মোহাম্মদ মজিবুল হক (মঞ্জু,), মোহাম্মদ মামুন, ঠিকাদার জামাল উদ্দিন, মো. মাহবুবুর আলম, ঠিকাদার মো. এরশাদ, শহিদুল্লাহ (শহিদ), মোহাম্মদ হাশেম উদ্দিন, মোহাম্মদ আনোয়ারুল আলম (মনছুর), নীল রতন দাস, মো. তৌহিদুর আলম, এম.এইচ, জসিম উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ লোকমান হোসেন, আবুল কালাম, বিশিষ্ট সাংবাদিক আজিমুল গণী প্রমুখ। উক্ত শুভ উদ্ভোধন অনুষ্ঠানে কাদি গ্রুপের কর্মকর্তা ও কর্মচারী গণ, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বিশিষ্ট কমিউনিটি নেতা ,ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে অত্র প্রতিষ্ঠানের সফলতা, দেশ বিদেশের সকলের কল্যাণ কামনা ও প্রবাসীদের ব্যবসা বাণিজ্য সফলতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ফজলুল কবির চৌধুরী।