“দাও শৌর্য দাও ধৈর্য হে উদার নাথ” শীর্ষক শিরোনামে পঞ্চ গীতিকবি নজরুল, দ্বিজেন্দ্র, অতুল, রজনী ও রবি” বাংলাগানের পাঁচ জন মহাপুরুষকে নিয়ে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ।১৯ অক্টোবর (শনিবার) সন্ধ্যা ৬ টায় ছন্দানন্দের পরিচালক ও অনুষ্ঠানের সভাপতি নন্দ দুলাল গোস্বামীর নেতৃত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন, আহমেদ মনসুর, গল্পকার ও সহযোগী সম্পাদক, কালের নারীকন্ঠ। আরো উপস্থিত ছিলেন, এস.এম গোলাম নিজামী। ছন্দানন্দের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত,দলীয় ও একক সংগীত, আবৃত্তি এবং নৃত্য দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব।অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানুষ নানা ধরনের সৃষ্টিশীল এবং আনন্দদায়ক কাজ করছে। ছন্দানন্দ বাংলা গানের পাঁচ মহাপুরুষকে শ্রদ্ধা জানিয়ে ভিন্নধর্মী আয়োজন উপহার দেবার মাধ্যমে এই পঞ্চগীতিকবির অসামান্য অবদানকে শ্রদ্ধা এবং সবার মাঝে তাঁদের অবদানগাঁথা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ছন্দানন্দ সবসময় সুন্দরভাবে তাদের যাত্রাপথকে সুস্থ সংস্কৃতির ধারায় প্রবাহিত করবে এই প্রত্যাশা করি।