আজিমুল গণী (দুবাই)
সংযুক্ত আরব আমিরাতে গাউছিয়া কমিটি বাংলাদেশ দুবাই আল খোজ শাখার উদ্যোগে পীরানপীর হযরত ছৈয়দ মহিউদ্দিন আবদুল কাদের জিলানী (র:)’র ওরশ মোবারক ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
১৩ সেপ্টেম্বর রোববার দুবাই আল খোজ আলহাজ্ব ফরিদুল আলমের ব্যবসা প্রতিষ্ঠানে এ মাহফিল ও অভিষেক অনুষ্ঠিত হয়। গাউছিয়া কমিটি বাংলাদেশ, আল খোজ শাখার সভাপতি মো.হানিফ সিকদারের সভাপতিত্বে,মো.জাহাঙ্গীর আলম’র পরিচালনায় প্রধান বক্তা ছিলেন মাওলানা আব্দুল করিম।স্বাগত বক্তব্য রাখেন হাজী ইয়াকুব। বিশেষ বক্তা যথাক্রমে হাজী শফিউল আলম, রাসেল মিয়া চৌধুরী। মাও. জয়নুল আবেদীন, আব্দুল্লাহ, সরোয়ার আজম, মো. আনোয়ার, , কাজী আরিফ, সাহাবুদ্দিন, আবু সালেহ জঙ্গী, মুরাদ, আবদু শুক্কুর, ইলিয়াছ, আরিফ, খোকন, হিরু, শওকত প্রমূখ। এ সময় সভাপতি হানিফ সিকদার বলেন, গাউছিয়া কমিটির মাধ্যমে সুন্নিয়তের প্রচার প্রসার বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে দিতে হবে। প্রত্যেককে সততার সহিত দায়িত্ব পালন করতে হবে। পরে দেশ বিদেশের সকলের কল্যাণ কামনা ও প্রবাসীদের ব্যবসা বাণিজ্য সফলতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম।