নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের চন্দনাইশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে সাতবাড়িয়া শাহ আমানত (র:) সিনিয়র মাদ্রাসার উদ্যোগে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন ও শোভাযাত্রা করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর সোমবার সকাল ৮ টায় সাতবাড়িয়া শাহ আমানত (র:) মাদ্রাসা থেকে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স:) শোভাযাত্রাটি শুরু হয়ে দেওয়ান হাট-বৈলতলী সড়কের জাফরাবাদ, নাজিরহাট ছলিয়ার পাড়া আশরাফ মুহুরিহাট হয়ে মাদ্রাসায় এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র এ জুলুসে ছদরাত করেন ঢাকা আজিমপুর ছোট দায়রা শরীফের ৭ম গদ্দীনশীন শাহসুফি সৈয়্যদ ফয়েজী মোহাম্মদী আহমদ উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. মাহমুদুল হক, মাও. আহমদ হোছাইন জেহাদী, মাও. রমিজ আহমদ ছমদী, মাও. ছানা উল্লাহ শিবলী, মাও. সাইফুল্লাহ, মাও . জালাল উদ্দিন, মাও.আবদুল জলিল, সাংবাদিক মো. আজিমুশ শানুল হক দস্তগীর, এডভোকেট জে এম মহিউদ্দিন, মাও. মো. হারুনুর রশিদ, মাও. নজরুল ইসলাম, মাও. রবিউল হাসান প্রমূখ ।