আজিমুল গণী (রাসুল খাইমাহ)
সংযুক্ত আরব আমিরাতে বারীয়া শফিকুল মুনীর যুব কমিটি, রাস্ আল খাইমা শাখার উদ্যোগে ও আঞ্জুমানে বারীয়া মুনিরীয়া আহমদিয়া বাংলাদেশ এর তত্ত্বাবধানে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর রাস্ আল খাইমাহ জোলানে এ জুলুছ অনুষ্ঠিত হয়।
বারীয়া শফিকুল মুনীর যুব কমিটি, রাস আল খাইমাহ শাখার সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মাওলানা শফিউল আজম। সাধারণ সম্পাদক, মোঃ রহমতুল্লাহর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, মোঃ রুবেল, মাস্টার জসিম উদ্দিন, চৌধুরী, মোঃ কামাল উদ্দিন, মোহাম্মদ, জাহাঙ্গীর, বাবর চৌধুরী, মোহাম্মদ মামুন, মোহাম্মদ বাবর চৌধুরী,মোঃ ইব্রাহিম, আব্দুল্লাহ নূর ফারহান, সিনিয়র সহ-সভাপতি মো. সোলায়মান, সহ সভাপতি যথাক্রমে মো. ফখরুদ্দিন চৌধুরী ফারুক, মোহাম্মদ এজহার মিয়া, আহমেদ নূর, সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ সরোয়ার, মোহাম্মদ জসিম উদ্দিন, মো. ইউসুফ, মো. মানিক, সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. তৈয়ব উল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর, আলী হায়দার শিবলু, অর্থ সম্পাদক মোহাম্মদ রুবেল, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, প্রচার সম্পাদক মোহাম্মদ বেলাল, সহ প্রচার সম্পাদক যথাক্রমে মো. জুয়েল, মো.মোর্শেদ প্রমূখ।
পীর মাওলানা চৌধুরী মুহাম্মাদ শফিকুল ইসলাম মুনিরী’র সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা, দেশ ও বিদেশে অবস্থানরত সকলের জন্য কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শফিউল আজম।