
চট্টগ্রামের রাউজানে মধুবনের শোরুমে এলকোহলযুক্ত হান্টার বিয়ার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মহিউদ্দিন (৪৫)। বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ইউএনও জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জব্দকৃত ৫৭ ক্যান হান্টার বিয়ার ধ্বংস করা হয়।
ইউএনও জোনায়েদ কবির সোহাগ জানান, লাইসেন্স ছাড়া মধুবনের শোরুমে এলকোহলযুক্ত হান্টার বিয়ার বিক্রির দায়ে মহিউদ্দিন নামে এক ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড করা হয়। একইসাথে ৫০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত এলকোহলযুক্ত হান্টার বিয়ার ধ্বংস করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মহিউদ্দিনকে রাউজান থানায় প্রেরণ করা হয়েছে।
leave your comments