নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চন্দনাইশে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সরকারিভাবে পোশাক ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন আহমেদ নিজস্ব অর্থায়নে লুঙ্গি এবং গেঞ্জি উপহার দেন গ্রাম পুলিশদের। গত বুধবার ২৬ জুন দুপুরে উপজেলা ভিডিও কনফারেন্স হলে এ সকল সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন জিকু, জনপ্রতিনিধি, গণ্যমাধ্যম কর্মীসহ গ্রাম পুলিশের সদস্যরা।
প্রধান অতিথি বলেন, গ্রাম এলাকা ভিত্তিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা এলাকার সকল অসামাজিক কার্যকলাপ, কোথাও কোন দুর্ঘটনার সংবাদ পাওয়া গেলে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন ও থানাকে অবহিত করা, চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদকের সংবাদ উপজেলা প্রশাসন ও থানাকে জানানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও সকলকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনসহ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং পলাতক আসামিদেরকে গ্রেপ্তারের জন্য ব্যবস্থা নিতে সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানান।