
ফয়সাল চৌধুরী চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ১০নং ধোপাছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্ভোধন করা হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী ফলক উন্মোচনের মধ্য দিয়ে ১কোটি ১৪লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত ভবনটি উদ্বোধন করেন।
পরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধোপাছড়ি ইউ.পি চেয়ারম্যান মোরশেদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম চৌধুরী এম.পি বলেন, “দুর্গম ধোপাছড়ি ইউনিয়নকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য সব রকম পদক্ষেপ নেয়া হচ্ছে। দুর্গম এই ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। আওয়ামী লীগ উন্নয়নের সরকার।
এ সরকার ক্ষমতায় থাকলে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত হয়। গত কয়েক বছরে চন্দনাইশ-সাতকানিয়া আংশিক আসনে ব্যাপক উন্নয়ন সম্পন্ন হয়েছে। আগামী দিনে সকলের সহযোগিতায় উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।
স্থানীয় সরকার শক্তিশালী করতে সরকার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সহ অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় ধোপাছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। দুর্গম এই ইউনিয়নে সড়ক, ব্রীজ-কালভার্ট ও বিদ্যালয় ভবন নির্মাণের মধ্য দিয়ে শহর ও গ্রামের পার্থক্য দূর করেছে।”
সভাপতির বক্তব্যে ইউ.পি চেয়ারম্যান মোরশেদুল আলম বলেন, ”ধোপাছড়ি ইউনিয়নের জরাজীর্ণ পুরনো ইউ.পি ভবনের স্থলে নতুন একটি ভবন নির্মাণের দাবি ছিলো দীর্ঘদিনের।
পর্যাপ্ত পরিমাণ জমি না পাওয়ায় নতুন ভবন নির্মান যখন অনিশ্চয়তার দোলাচলে দুলছিল তখন আমার অনুরোধে আমার মা এবং মামা তাদের পৈত্রিকসূত্রে পাওয়া ২৮শতক ভূমি দান করেছেন। সেই ভূমিতে নতুন ইউ.পি কমপ্লেক্স ভবন নির্মিত হওয়ায় নিজেকে ধন্য মনে করছি। আমার মা ও মামার দান করা এই ভূমি ধোপাছড়িবাসীর জন্য আমার পরিবারের উপহার।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী, দক্ষিণ জেলা আ.লীগ সহ-সভাপতি হাবিবুর রহমান, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন সরকার, উপজেলা আ.লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সোলাইমান ফারুকী ও এড. কামেলা খানম রুপা।
এসময় উপস্থিত ছিলেন ইউ.পি চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন ও আলমগীরুল ইসলাম চৌধুরী, সাবেক ইউ.পি চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ ও মোঃ সেলিম, চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক মজনু মিয়া, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি পরিদর্শক আব্দুল হালিম, আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশন সভাপতি লোকমান হাকিম, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, দোহাজারী পৌরসভার সহায়ক সদস্য শাহ্ আলম, ইস্কান্দার মিয়া, দোহাজারী পৌরসভা যুবলীগ আহবায়ক মনসুর আলী ফয়সাল, চন্দনাইশ বঙ্গবন্ধু স্কোয়াড’র চেয়ারম্যান আমিনুল ইসলাম চৌধুরী কায়সার,
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চন্দনাইশ শাখার সভাপতি নুরুল আমজাদ চৌধুরী, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সায়েদুল কবির চৌধুরী সায়েম, মোরশেদ চৌধুরী খোকনসহ আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
leave your comments