
নগরীর রেয়াজউদ্দীন বাজার এলাকায় গতকাল ১৫ ডিসেম্বর রাতে জামায়াত-শিবির ক্যাডারদের পরিকল্পিত হামলায় জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার তিন নেতা গুরুতর আহত হন।
আহতরা হলেন সম্মিলিত হকারস ফেডারেশনের সভাপতি মিরন হোসেন মিলন, মহানগর শ্রমিকলীগ কোতোয়ালী থানা শাখার সাংগঠনিক সম্পাদক মো জসিম, ৩৩নং ওয়ার্ড শ্রমিক লীগের দপ্তর সম্পাদক বাপ্পি আহমেদ।
আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ ১৬ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন আহত তিন নেতাকে চমেকে দেখতে যান।
এসময় তিনি তিন নেতার চিকিৎসার সার্বিক খোঁজ নেন এবং কর্তব্যরত চিকিৎসকদেরকে আন্তরিক সেবা প্রদানের পরামর্শ দেন।
আ জ ম নাছির উদ্দীন এই তিন শ্রমিক নেতার উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন।
leave your comments