দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নং আসন পার্বত্য জেলা বান্দরবানের টানা ৭ম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বীর বাহাদুর উশৈসিং এমপিকে সংবর্ধনা দিয়েছেন দোহাজারী পৌরসভার মেয়র, কাউন্সিলর ও কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।বৃহস্পতিবার ১৮ জানুয়ারি সকালে দোহাজারী পৌরসভার আয়োজনে পৌরসভা কার্যালয়ে সামনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত পরিসরে দোহাজারী পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ লোকমান হাকিম সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ নং আসন থেকে টানা ৭ম বারের নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। চন্দনাইশ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মোঃ জামাল উদ্দিন, দোহাজারী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুদ্দিন,১ নং প্যানেল মেয়র মাষ্টার নাজিম উদ্দীন, ২ নং প্যানেল মেয়র মুহাম্মদ ইদ্রিস, ৩ নং প্যানেল মেয়র ডাঃ মমতাজ বেগম লিলি, কাউন্সিলর যথাক্রমে, শাহ আলম, চিত্তরঞ্জন বিশ্বাস, এস এম পহর উদ্দিন, আবদুল আজিজ মাসুম, আয়েশা আক্তার, সহকারী প্রকৌশলী মোঃ নাঈম উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) তন্ময় চাকমা, দোহাজারী কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাজিম উদ্দীন (১), সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন (২), দোহাজারী পৌরসভা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ সোলাইমান, মহা নগর ছাত্র লীগ নেতা মোঃ আহাদ, মোঃ জিকুসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বীর বাহাদুর উশৈসিং বলেন, দোহাজারীর মানুষ আমার আত্মার আত্মীয়, বান্দরবান জেলার সমস্ত এলাকায় দোহাজারী মানুষ রয়েছে। কিউয় ব্যবসায়ী, চাকুরীজীবী তাদের সাথে আমার সু সম্পর্ক রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই এই জন্য যে মরহুম আবুল কাশেম লেদু চেয়ারম্যানের সুযোগ্য উত্তরসূরী আলহাজ্ব মোঃ লোকমান হাকিমকে দোহাজারী পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীক দেওয়ার জন্য। দোহাজারী বাসী তাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন। দোহাজারী পৌরসভার উন্নয়নে যে কোন প্রয়োজনে আমি সব সময় পাশে আছি এবং থাকবো।