চট্টগ্রাম-১৪ তথা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুুরী বলেছেন, জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের প্রত্যক্ষ ভোটে আমি তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্বাচনী এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী স্বতন্ত্র প্রার্থীদের ভোট করার জন্য নির্দেশ দিয়েছেন। কারণ তিনি চান অংশগ্রহণমুলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। অথচ চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নৌকার প্রার্থী চায় অতীতের ন্যায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় খালি মাঠে গোল দিতে। তবে সে সুযোগ এবার আর হবে না। কারন জনগণ চাই তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে। দেশ ও জাতির জন্য এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নির্বাচন চলাকালে কোন রকম অনিয়ম হলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভোটগ্রহণ বন্ধ করে দিবেন। গণসংযোগে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোর্শেদুল আলম, আ’লীগ নেতা শেখ টিপু চৌধুরী, মোজাম্মেল হক তালুকদার প্রমুখ।