সাম্প্রতিক সময়ে তারকা ফুটবলারদের বাসায় ডাকাতি যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শুধু ডাকাতিই নয়, অনেক সময় অস্ত্রের মুখে খেলোয়াড়দের পরিবারের সদস্যদের জিম্মি এবং আঘাত করে ঘটানো হচ্ছে এসব ডাকাতির ঘটনা। তেমন ভয়াবহ কিছু না হলেও, এবার চুরি হয়েছে ম্যানচেস্টার সিটির ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশের চেশায়ারের বাসায়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, এভারটন–সিটি ম্যাচ চলাকালে ঘটেছে এই চুরির ঘটনা।
জানা গেছে, বুধবার রাতে এভারটনের বিপক্ষে সিটির ৩–১ গোলে জেতা ম্যাচটি গ্রিলিশের বাসায় বসে খেলা দেখছিলেন তাঁর পরিবারের সদস্যরা। বাসায় তখন গ্রিলিশের বাগ্দত্তা সাশা অ্যাটউড, মা–বাবা, দুই বোন এবং ভাই উপস্থিত ছিলেন। সে সময় আকস্মিকভাবে তাঁরা ওপরের তলায় হট্টগোল ও কুকুরের চিৎকার শুনতে পান। শব্দ শুনে আতঙ্কিত হয়ে তাঁরা ‘প্যানিক বাটন’ চাপ দেন। এরপর দ্রুত লুকিয়ে পড়েন।