
চাক্তাই খাল থেকে বস্তাবন্দী তরুণীর লাশ উদ্ধার
নগরীর পাঁচলাইশ থানার শাহ আমানত আবাসিকের পেছনে চাক্তাই খাল থেকে বস্তাবন্দী অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০ টায় লাশ উদ্ধার করে সুরতহালের পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক আবদুল মোতালেব ।
তিনি জানান, তরুণীর হাত পা ওড়না দিয়ে বাঁধা ছিল। তরুণীর পরনে নীল রংয়ের থ্রিপিস ছিল। আনুমানিক (২৫) বছর বয়সী মেয়েটির মৃতদেহ অনেকটা বিকৃত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে চার থেকে পাঁচ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। সুরতহালের পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
পূর্বকোণ / আরআর
leave your comments