
চট্রগ্রাম দক্ষিন জেলার অন্তর্গত লোহাগাড়া উপজেলায় সদ্য ঘোষিত ছাত্রলীগের কমিটিতে সহ-সভাপতি মনোনীত করায় লোহাগাড়া তথা কলাউজানবাসী ফুলের মালা দিয়ে বরন করে নিলেন তারেকুল ইসলাম তারেক কে।
তিনি দীর্ঘদিন ধরে লোহাগাড়ার উপজেলায় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
তারেকুল ইসলাম জানান, তৃনমূল থেকে আমাকে মূল্যয়ন করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দাদা কে।তারপর ধন্যবাদ জানায় দক্ষিণ জেলার সভাপতি ও সাধারন সম্পাদক কে।
তিনি আরো বলেন, অর্থ দিয়ে পদ-পদবী পাওয়া যায়, কিন্তু রাজনীতিবিদ হওয়া যায় না। প্রকৃত রাজনীতিবিদ হতে হলে মানুষের হৃদয়ে স্থান করে নেয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে’। আমাকে দেওয়া দায়িত্ব আমি যেন ঠিকভাবে পালন করতে পারি সবাই আমার জন্য একটু দোয়া করবেন।
leave your comments