
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অভিযানে রাতের আঁধারে অবৈধভাবে পাহাড়ি টিলা শ্রেণীর মাটি উত্তোলনে জড়িত থাকায় বোরহান (৩১) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জিমরান মুহাম্মদ সায়েক। এসময় আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি মাটিভর্তি ট্রাক জব্দ করা হয়। গত রোববার রাতে উপজেলার পূর্ব এলাহাবাদ, কাঞ্চননগর এলাকায় (পটিয়া-চন্দনাইশ সীমান্তে) এ অভিযান চালানো হয়। জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় অবৈধভাবে পাহাড়ি টিলা শ্রেণীর মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এদেরকে বার বার জরিমানা করে ও পাহাড়, কৃষি জমি, বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছে না। এরা রাতের আঁধারে এসব অবৈধ কাজ করে । গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে পূর্ব এলাহাবাদ, কাঞ্চননগর এলাকায় (পটিয়া-চন্দনাইশ সীমান্তে) এলাকায় অভিযান চালিয়ে একজন এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ সময় মাটি ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বলেছেন, অবৈধভাবে পাহাড়ি টিলা শ্রেণীর মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও মাটি ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।