
বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির নবগঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ১৩ ই মে বিকেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চন্দনাইশ উপজেলার মাননীয় সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, এমপি। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন এড. তপন কান্তি দাশ, প্রধান উপদেষ্টা বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি, কেন্দ্রীয় সাংসদ। প্রধান বক্তা ছিলেন লায়ন ড. শ্রী রাম আচার্য্য, মহাসচিব, বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, বাগীশিক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহর্ষি অধ্যক্ষ ননী গোপাল আচার্য্য। এসময় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির মহাসচিব জ্যোতিষভাস্কর এস.কে আচার্য্য।