
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চন্দনাইশ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু ও জোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে গত ১২ মে ( শুক্রবার) বিকালে বাদামতল এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাষ্টার আহসান ফারুকের সভাপতিত্বে মানববন্ধনে আলোচনায় অংশ নেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শিবলী, আ’লীগ নেতা যথাক্রমে, সেলিম উদ্দিন, ফরিদুল আলম চৌধুরী, যুবলীগ নেতা যথাক্রমে এস.এম মুছা তসলিম, লোকমান হাকিম, জাহাঙ্গীর আলম হিরু প্রমুখ। মানববন্ধনে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। এ সময় বক্তাগণ বলেন, একজন জনপ্রিয় রাজনীতিবিদ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য ও অপরজন জনপ্রিয় ২ বার নির্বাচিত আ’লীগের নৌকা প্রাথর্ী চেয়ারম্যানের জনপ্রিয়তায় ঈষার্নিত হয়ে চিহ্নিত বিএনপি-জামায়াতের দোসররা ষড়যন্ত্রমূলকভাবে যে মামলা দিয়েছে তা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করবেন হুশিয়ারী উচ্চারণ করেন। পরে এক বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সাবাজার মহাসড়ক প্রদক্ষিণ করেন। তাদের ভাবমূর্তি নষ্ট করতে এবং আ’লীগের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জামায়েত, বিএনপি, রাজাকরের একটি গ্রুপ তার সম্মানহানি, চরিত্র হনন ও আর্থিক ক্ষয়ক্ষতি করার কুমানসে ২০১৪ সালে অনাকাঙ্খিত এবং মীমাংসিত দূর্ঘটনাকে পূঁজি করে মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ, অশালীন, পোষ্টার ও ব্যানার লাগিয়ে অপপ্রচার করছেন।