
পটিয়া প্রতিনিধিঃ এবি রহমান।
চট্টগ্রামের, পটিয়া উপজেলার পৌরসভার ২ নং ওয়ার্ডের সুচক্রদন্ডী একতা আবাসিক এলাকায় আনোয়ারুল মারকাজুল তাহফিজ নামের একটি হাফেজী মাদ্রাসা চলছে গত চার বছর ধরে।এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ মইনুদ্দিন প্রকাশ (মানিক) তার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে, তার বাবার নাম (নুর আহমদ) আর মায়ের নাম আনোয়ারা বেগম।তার বিরুদ্ধে অভিযোগ তিনি গত চার বছর ধরে এই হাফেজী মাদ্রাসা চালিয়ে আসছে আর মাদরাসার শিক্ষা দানের পাশাপাশি এখানকার হাফেজ ছাত্রদের না না সময় বলাৎকার করছে।এ পর্যায়ে তিনি পাঁচজন ছাত্রকে ক্রমান্বয়ে বলাৎকার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগী শিশুর পরিবারে তাদের বাচ্চাদের বলাৎকার করেছে এমন কথা জানতে পেরে মে এর ৭ তারিখ রবিবার রাতে মাদ্রাসাটি ঘেরাও করে মাদ্রাসার পরিচালক মাইনুদ্দিন কে আটক করে, খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু বলাৎকার কারী মাঈনুদ্দীন প্রকাশ মানিককে আটক করে থানায় নিয়ে আসে।আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে (মাইনুদ্দিন) স্বীকার করেছে সে এই পর্যন্ত মাদ্রাসার ৫ জন ছাত্রকে বলাৎকার করেছে।এই বিষয়ে পটিয়া থানার ওসি (প্রিটন সরকার) জানান, অদ্য ০৯/০৫/২০২৩ তারিখে শিশুদের দুইজন বাবা আসছে, এসে দুইটি এজাহার দায়ের করেছে, আমরা এজাহারে মামলা করে বিজ্ঞ আদালতে আসামি কে প্রেরণ করেছি।