
চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হারলা কাত্পাড়া সার্বজনীন শ্রী শ্রী জ্বালাকুমারী মাতৃ মন্দিরের ৯৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রী শ্রী চণ্ডীপাঠ ও ধর্মীয় আলোচনা সভা গত ৩০ এপ্রিল সন্ধ্যায় জ্বালাকুমারী মাতৃ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী টিটো সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বলরাম চক্রবর্ত্তী।চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ চক্রবর্ত্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানিপপ এর বিভাগীয় সমন্বয়ক মহি উদ্দিন আহমদ, চন্দনাইশ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রুপন সুশীল, সাবেক সাধারণ সম্পাদক অজয় দত্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক মিটন মহাজন, স্বেচ্ছাসেবক লীগ নেতা বেলাল হোসেন মিন্টু, রাজীব হোড়, টিটু দাশ, স্বপন দাশ, অভিনাস মজুমদার, টুটন ঘোষ, রাজু দাশ, সুকুমার দাশ প্রমূখ।