
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, একটি প্রতিষ্ঠানের প্রবেশ দ্বারে দৃষ্টিনন্দন গেইট প্রতিষ্ঠানকে আলোকিত ও পরিচিত করে। চন্দনাইশ একটি সমৃদ্ধশালী উপজেলা। এই জনপদে অনেক জ্ঞানী ব্যক্তির জন্ম । কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়টি শিক্ষাথর্ীদের পড়ালেখার মাধ্যমে আলোকিত মানুষ তৈরি করে আলোকিত সমাজ বিনিমার্ণে কাজ করে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতীয় সংগীত আমাদের জাতীয় সংগীত। বঙ্গবন্ধু ছাত্র জীবনে বিদ্যালয়ের জন্য আন্দোলন করতে গিয়ে জেলে গিয়েছিলেন। রাজনৈতিক জীবনে ১৪ টি বছর জেল খানায় থাকলেও তার সন্তানেরা শত প্রতিকূলতার মাঝে শিক্ষিত হয়েছেন। মেধার গুণে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মডেলে নিয়ে গেছেন। শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করেছেন আজকের শিক্ষাথর্ীদের স্মার্ট শিক্ষাথর্ী হিসেবে তৈরী হয়ে বিদেশ থেকে রেমিটেন্স এনে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। নেতৃত্ব দিতে হলে পড়ালেখা জানতে হবে। জনপ্রতিনিধিদের মেধাবী হওয়া বাঞ্চনীয়। চায়ের্ দোকানে বসে হাসিনা খালেদার উত্থান পতন না করে ছেলে মেয়েদের সময় দেয়ার জন্য অভিভাবকদের অনুরোধ জানান। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচেনা, তেমনি জাতির সংস্কৃতি, কৃষ্টি ছাড়া চলতে পারে না। এ বিদ্যালয়টি হোক মেধাবী সৃষ্টির কারখানা।
গত ২৯ এপ্রিল সকালে চন্দনাইশ সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত প্রধান তোরণ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এম মাহাবুব চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা শাব্বির ইকবাল, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কাসেম, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চট্টগ্রাম জেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা মো. দিদারুল আলম, নিবার্হী প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহমুদা বেগম, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহমুদা বেগম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, জেলা পরিষদের সদস্য ফারহানা আফরীন জিনিয়া, আ.লীগ নেতা হাবিবুর রহমান, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য এড. মো. দেলোয়ার হোসেন,স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান এড. সালামত উল্লাহ চৌধুরী শাহীন, দক্ষিণ জেলা আ,লীগ নেতা শহিদুল ইসলাম পিন্টু, রাইসুল ইসলাম চৌধুরী এলিম, এমরান জহুর প্রমুখ।