
চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার একাডেমি কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত এসএসসি’২৩ পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান আজ ২৮ এপ্রিল শুক্রবার বিকেলে কোচিং সেন্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আবদুল সবুর এর সভাপতিত্বে ও মো.জাবের বিন রহমান আরজুর সঞ্চলনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য এস.এম পহর উদ্দীন, উদ্বোধক ওসমান আলী, প্রধান আলোচক নেজাম উদ্দিন, বিশেষ অতিথি মিজবাহ উদ্দীন খান ভুট্টো, শহিদুল ইসলাম, কোচিং সেন্টার পরিচালক ওবাইদুল হাসান ইমন, শিক্ষক আব্দুল হামিদ, রনি বড়ুয়া, মোহাম্মদ হোসাইন, হুমায়ুন কবির আরেফিন,ফাহিম উদ্দিন হিমেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা ছায়া শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিদায়ী শিক্ষার্থীদেরকে আসন্ন পরীক্ষায় ভালো রেজাল্ট করার দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় বিদায়ী শিক্ষার্থীরা কোচিং সেন্টারের সাথে জড়িত তাদের স্মৃতি তুলে ধরে শিক্ষকদের কঠোর পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে ২২’সালের এসএসসি ও এইচএসসি জিপিএ-৫ অর্জনকারী ১৫জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট এবং ২০২৩ এসএসসি ফাইনাল মডেল টেস্টে প্রথম স্থান অর্জনকারী কে আকর্ষণীয় লেপটপ এবং ২য়,৩য় স্থান অর্জনকারীদের ক্রেস্ট প্রদান করেন। মৌ: ইলিয়াস হোসেনের পরিচালনায় দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।