
আজিমুল গণী (দুবাই)
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, বর্ণিল আয়োজনে ঈদের খুশি ভাগাভাগি করতে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এর বাস-ভবনে বাংলাদেশি হাউজে ঈদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।
এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশরের নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মনিরুল ইসলাম, আইয়ুব আলী বাবুল সি, আই পি, মাহাবুল আলম মানিক সি, আই, পি, ফখরুল ইসলাম খাঁন সি আই পি, রাজা মল্লিক সি আই পি আবুধাবি দূতাবাস ও দুবাই উত্তর আমিরাত কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বাংলাদেশ কমিউনিটি আমিরাতে সাতটি প্রদেশের গণমাধ্যম নেতৃবৃন্দরা। আবুধাবির দূতাবাসের কর্মকতা ও কনস্যুলেট কর্মকতা এবং কমিউনিটি নেতা ও নেত্রী বৃন্দু উপস্থিত ছিলেন।