
সাতকানিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রাম সাতকানিয়ায় সাংবাদিকসহ ২জনকে প্রকাশ্যে গুলি করেছে দূর্বৃত্তরা।আহত সাংবাদিক কামরুল( মাষ্টার) এওচিয়ার গাটিয়াডেঙ্গার মৃত এম এ হাসানের ছেলে অপরটি একই এলাকার রহিমের ৫বছরের শিশু। ২৩শে এপ্রিল(রোববার) দুপুর ১টার দিকে উপজেলার এওচিয়ার ৯নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।জানা যায় -সাংবাদিক কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে ইংরেজি জাতীয় পত্রিকা দি ডেইলি ইভেনিং নিউজ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।বিভিন্ন সময় এলাকার মাটিকাটা বালুকাটা ইয়াবার বিরুদ্ধে সাংবাদিক কামরুল মাষ্টার লেখালেখি করলে একটি মহল তার বিরুদ্ধে লেগেই থাকে।সর্বশেষ ঈদ ছুটিতে অফিস শেষে বাড়িতে আসলে চিহ্নিত একটি চক্রের রোষানলে পড়লে দূর্বৃত্তরা এই হামলা চালায়। সাংবাদিক কামরুল ইসলামকে এলোপাতাড়ি গুলি করার সময় শিশুটি আহত হয়।আহত সাংবাদিক মাষ্টার কামরুল এবং শিশুটির অবস্থা আসংকাজনক হলে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত বলেন-সাংবাদিক মাষ্টার কামরুলকে যে বা যারা হামলা চালাবে চালাক সবাইকে গ্রেফতারের জন্য ইতিমধ্যে আমরা সবাই মাঠে নেমেছি।এদিকে চট্টগ্রামের দোহাজারির সাংবাদিক আয়ুব মিয়াজির উপর হামলার ঘটনার পর সাতকানিয়ায় আরেকটি জাতীয় ইংরেজি পত্রিকার চট্টগ্রাম ব্যুরোকে প্রকাশ্যে গুলির ঘটনায় সচেতন মহলে নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়েছে।