
আজিমুল গণী (দুবাই)
সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ এপ্রিল বৃহস্পতিবার দুবাই এয়ারপোর্ট ফ্রি জোন মেট্রো স্টেশন সংলগ্ন এশিয়া রয়েল রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট দুবাই ও উত্তর আমিরাতের মান্যবর কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মো. সাদেক। সংগঠনের সাধারণ সম্পাদক আনসারুল হক আনসারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সিআইপি আয়ুব আলী বাবুল, সাইফুদ্দিন আহমেদ, রাজা মল্লিক, আজম খান, মীর আহমদ, পেয়ার মোহাম্মদ, জিল্লুর রহমান , রাশেদুল আলম দুলাল, সাবেক গাল্ফ নিউজের সাংবাদিক সাইফুল ইসলাম, মো. মিজানুর রহমান, সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, মো. ইয়াছিন উল্লাহ মোরশেদ, মোহাম্মদ আজাদ, প্রকৌশলী মোরশেদ, সিআইপি শিমুল মোস্তফা, মোহাম্মদ হানিফ তালুকদার, মোহাম্মদ শাহজাহান, হাসান মুরাদ, জাহিদুল করিম চৌধুরী, ফখরুল ইসলাম, আসহাব উদ্দিন, মোহাম্মদ এরশাদ, এম জাহেদ হাসান, মো. এনামুল হক চৌধুরী, হানিফ সিকদার, মোহাম্মদ ইব্রাহিম, মুক্তিযোদ্ধা রহিম উদ্দিন ভূঁইয়া, একরামুল হক চৌধুরী, মো. হাসান, মো. দেলোয়ার, নাসির উদ্দিন কাউছার প্রমূখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাও. মুহাম্মদ সেলিম উদ্দিন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও. আবদুল কাদের। উক্ত ইফতার মাহফিলে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্টেট থেকে কমিউনিটি নেতার যোগদান করেন।