
চন্দনাইশ ( চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে পাহাড় কাটা নিয়ে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে সাংবাদিক আইয়ুব মিয়াজি’কে পিটিয়ে দোতলা হতে নিক্ষেপ করে গুরুতর আহত করার ঘটনায় মামলার প্রধান ২ আসামী আলাউদ্দিন ও ফারুককে গ্রেপ্তার করেছে র্যাব-৭ ।
১০ এপ্রিল ঢাকার কমলাপুর এলাকার একটি ব্যাচেলর বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা যায়।
আটককৃতরা হলেন, দোহাজারী এলাকার আব্দুল মোনাফের ছেলে আলাউদ্দিন (৩৫) পূর্ব দোহাজারী এলাকার আবদুল সবুরের ছেলে মো. ফারুক (২৬)।
উল্লেখ্য যে গত ৪ এপ্রিল দুপুরে চন্দনাইসে কর্মরত সাংবাদিক আইয়ুম মিয়াজীকে তার ব্যবসা প্রতিষ্ঠান কম্পিউটার সেন্টারে গিয়ে একদল সন্ত্রাসী দোতালায় মারধর করে গুরুতর আহত করে এক পর্যায়ে তাকে দোতলা থেকে নিচে ফেলে দিলে স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার পিতা আব্দুর শুক্কুর বাদি হয়ে একই এলাকার আলাউদ্দিন ও ফারুককে আসামি করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে সে মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে ঢাকা থেকে আলাউদ্দিন ও ফারুককে গ্রেপ্তার করে র্যাব৭ । আটককৃতদের থানায় প্রেরণ করা হবে বলে জানিয়েছেন র্্যাব ৭।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেছেন, তিনি এখনো আসামিদের পান নাই তবে আসামিদেরকে থানায় হস্তান্তর করা হলে আসামিদেরকে রিমাইন্ডদের আবেদনসহ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।