
সনাতন হিউম্যানিজম ইন বাংলাদেশ (এসএইচবি)’র রাঙ্গুনিয়া উপজেলা শাখার পূজা প্রজেক্ট “কাপড় উপহার বিতরণ ” এর একটি পর্বে, গত ২৭ অক্টোবর মঙ্গলবার রাঙ্গুনিয়া থানার অন্তর্গত বিভিন্ন ইউনিয়ন /ওয়ার্ডে সাধারণ পরিবারের মাঝে সংগঠনের পক্ষ থেকে কাপড় উপহার বিতরণ করা হয়।
এস,এইচ,বি রাঙ্গুনিয়া থানার আহবায়ক মাইকেল দাশের নেতৃত্বে ও সভাপতিত্বে উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুুনিয়া যুবলীগের সভাপতি আর্জু সিকদার। উপহার প্রদান অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন (এসএইচবি) সনাতনী সমাজের অনগ্রসর মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে সুখ, দুঃখ ভাগ করে পূজার সাত্ত্বিক আনন্দ উপভোগ্য করে তোলার চেষ্টা করে চলেছে, আর এই প্রক্রিয়া চলমান রেখে সকলের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ আরো বলেন, সম্প্রদায় একটা পরিবার, সহযোগীতা ও সাহসের অন্তর্নিহিত মেলবন্ধন। আর এই মেলবন্ধনের মাধ্যমে ঐক্যবদ্ধ শক্তিই পারে একটি সুন্দর সুখি শান্তিময় সনাতনী সমাজ গড়ে তুলতে। তাই আসুন জাতি ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলে মিলে ‘ঐক্যের রথে শান্তির পথে’ যুক্ত হই।
যাতে ৭২ এর সংবিধানের আলোকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে আসুরিক শক্তি বিনাশে সহায়ক হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন (এসএইচবি) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মাহির দে রক্সি, পলাশ দেব, সুপায়ন সুশীল, রনি সেন,ছোটন দে (অনিক)
রনজিত কুমার নাথ,রাসেল দেব, উত্তম দে,শান্তু চক্রবর্তী, হিরু দে (আদিত্য) সাগর বিশ্বাস,রিদয় বিশ্বাস,
সুজন দাশ (নিরব), রুবেল দে, উত্তম দে (আপ্পু) প্রমুখ।
leave your comments