
আজিমুল গণী (দুবাই)
দুবাই-এ Most Influential Woman-2023 এওয়ার্ড পেলেন বাংলাদেশের আবিদা হোসেন।
দুবাই-এর হোটেল ইন্টারকন্টিনেনটালে অনুষ্ঠিত Women’s Global Conference-সম্মাননা ২০২৩ এর জমকালো আয়োজনে তার হাতে (১৮ মার্চ ২০২৩) এই সম্মাননা তুলে দেয়া হয়। চিত্রকলা, কমমিউনিটি ডেভলপমেনট, সেবামূলক কাজ ও বাংলাদেশের সংস্কৃতিতে বিশ্বে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।
সামাজিক, সাংস্কৃতিক, সেবামূলক কাজসহ বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন দেশের ২৫ জন নারীকে এই সম্মাননা প্রদান করা হয়। হালিমা আবদুল্লাহ রাশেদ ( ঐতিহ্য ও সংস্কৃতিক দূত, ইউ এ ই), ড. ইঞ্জিনিয়ার সোয়াদ আল সামছি ( প্রথম আমিরাতি এভিয়েশন ইঞ্জিনিয়ার), ড. সানা সাজান (পরিচালক আমেরিকান এথলেটিক্স মেডিকল সেন্টার), হাবিবা আল মারাশি(প্রতিষ্ঠাতা আমিরাত এনভায়রনমেন্ট গ্রুপ), সুলতানা কাজিম (চিত্রশিল্পী ওফ্যাশন ডিজাইনার, রানিয়া আলি (টিভি উপস্থাপিকা), মাইথা আল বালুশি ( মোটিভেশনাল বক্তা)সহ মোট ২৫জন নারীকে এই সন্মানে ভূষিত করা হয়। এওয়ার্ড প্রাপ্তির পর আবিদা হোসেন তার প্রতিক্রিয়ায় জানান এই পুরষ্কার তাকে সেবামূলক ও কল্যাণধর্মী সাংগঠনিক কর্মকান্ডে আরো অনুপ্রাণীত করবে ।অন্য নারীরাও এতে উৎসাহিত হবে ।এই পুরস্কারের জন্য নির্বাচন করায় তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।