
চন্দনাইশ উপজেলায় দোহাজারি জামিরজুরি রাম কৃষ্ণ মিশনে পথের ফুল গ্রুপের পক্ষ হতে অনাথদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুনীল কান্তি ভট্টাচার্য্য’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপের সম্মানিত উপদেষ্টা দোলন দাস।প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ বাবুল কান্তি দাস, বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজ।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শ্রী কৃষ্ণ চৈতন্য ব্রহ্মচারী।বিশেষ অতিথি ছিলেন মিশনের সাধারণ সম্পাদক শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্ত্তী, স্টার বাংলা আইপি টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনি আচার্য্য, পন্ডিত প্রান্ত আচার্য্য, শ্রীমতি বাপ্পি দাশ।
গ্রুপের মডারেটর রাসেল দাশের সাবলীল সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন সুজন আচার্য্য, মুক্তা দেবী পায়েল, জেকি ধর,সুমন নাথ,রুবেল চক্রবর্তী,তানিয়া আচার্য্য , মিথুন নাথ,আদিত্য আচার্য্য রিপন,কমল নাথ প্রমুখ।
leave your comments