
সাতকানিয়া পূর্ব নলুয়া তালুকদার পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত আনুমানিক ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই এলাকার দীলিপ দাশ নামক এক ব্যক্তির বাড়ি আগুনে পুড়ে গেছে।তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।ভুক্তভোগী দিলীপ দাশ জানান, প্রতিদিন রাতে ওনার মোটর ভ্যানটি বৈদ্যুতিক সংযোগ থেকে চার্জে দেন। কিন্তু ঘটনার রাতে হঠাৎ বিদ্যুৎতের শর্ট সার্কিট হয়ে ভ্যানে আগুন লেগে যায়। পরবর্তীতে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে সাথে সাথে বাড়ির আসবাবপত্র, মোটরভ্যান, নগদ ৫০০০০ টাকা সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায়ই দুইলাখ টাকা।স্থানীয়রা জানান, যদি সঠিক সময়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে না পৌঁছাতো তাহলে আশেপাশের বাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়তো। প্রায়ই ঘন্টাখানিক চেষ্টায় ফায়ার সার্ভিসের দুইটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে।খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও কম্বল দিয়ে সহযোগিতা করেন।