
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বর্ষীয়ান রাজনীতিবিদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমেদের এমপির রোগমুক্তি কামনায় চট্টগ্রামের লোহাগাড়ায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে
ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করেন লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী। এতে মোনাজাত পরিচালনা করেন ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, নেতা এইচ এম গনি সম্রাট, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, মিয়া মোঃ শাহজাহান বিন আবদুল আজিজ, ইউপি সেক্রেটারী মোঃ ওয়াকিল আহমদ, ইউপির প্যানেল চেয়ারম্যান আবদুস সবুর প্রমুখ।