
২১ শে জানুয়ারী রোজ শনিবার দক্ষিণ চট্টগ্রামের, পটিয়া পৌরসভার, কচুয়াই ইউনিয়ন এর অন্তর্গত কথা- আজিমপুর, পাঠান পাড়া (গাউসুল আজম জামে মসজিদ) এর ভিত্তিপ্রস্তর ও নির্মাণ কাজ শুরু করা হয়। মসজিদের ভিত্তিপ্রস্তর ও নির্মাণ কাজ উদ্বোধন করেন , ১৬ নং কচুয়াই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস. এম. ইনজামুল হক জসিম,সভাপতি, বিশিষ্ট ব্যাংকার শাহনেওয়াজ খান,সিনিয়র সহ-সভাপতি মো; হাসেম সেক্রেটারি মো; শাহ জাহান, মো; মুক্তার, সহ-সাধারণ সম্পাদক- মনছুর,বিশিষ্ট সমাজসেবক- জহিরুল ইসলাম মুফতি আলা উদ্দিন আশরাফী আল কাদেরী- অধ্যক্ষ হাইদগাঁও মোজাহেরুল ইসলাম কামিল মাদ্রাসা, হযরত খাজা মইনুদ্দিন চিশতী আজমিরী রহমাতুল্লাহি খেদমত পরিষদ এর প্রতিষ্ঠাতা ; মাওলানা ইসমাইল হোসেন চিশতী সহ মসজিদ কমিটির সকল সদস্যবৃন্দ ও এলাকাবাসী।