
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন বাগেরহাট মান্দা এলাকা বর্তমান ঠিকানা দোহাজারী রেলওয়ে কলোনী এলাকায় মৃত ইউসুফ বিশ্বাসের পুত্র
মানিক বিশ্বাস(৪০) , চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম কাটগড় এলাকার মৃত আবদুর রশিদের পুত্র মোঃ হোসেন (৩৮) এবং বাগের হাট কচুয়া গজালিয়া থানা( বর্তমানে পটিয়া গুচ্ছিগ্রাম এলাকার মৃত আজহার মৃধার পুত্র আলমগীর (৫০)।
গতকাল ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের দরবেশহাট রোড মজিদের পাড়া শেখ আহমদ বাড়ির দক্ষিণ পার্শ্বে এলাকা হতে তাদেরকে আটক করা হয়। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত ১টি দেশীয় তৈরী এলজি লম্বা কিরিচ ৩টি,হেস্কু ব্লেড ২টি, লোহার কোরাবারী ১টি সেলাই রেইন্জ ১টি গিয়ার চাক্কু এবং একটি সিএনজি জব্দ করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মুুহাম্মদ আতিকুর রহমান জানান, আটককৃত তিনজন আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য। তারা বিভিন্ন এলাকায় গিয়ে গরু , বাড়িঘর ঢুকে ডাকাতি করে আসছিল। তারা লোহাগাড়ায়ও ডাকাতি করার প্রস্তুতি নেওয়ার জন্য অবস্থান করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।