
চন্দনাইশ প্রতিনিধিঃ
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বানিজ্যিক উপশহর দোহাজারী পৌরসভাধীন হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২১ জানুয়ারী অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় করেন নির্বাচন কমিশনারের সদস্যরা। এই সময় সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণ যোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সহযোগিতা কামনা করেন।
নির্বাচন কমিশনারের সদস্য ও নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদস্য যথাক্রমে এডভোকেট সাদ্দাম হোসেন নিরব, মুহাম্মদ সাজ্জাদ আলী, ওসমান গনী, নুর মোহাম্মদ, মুহাম্মদ আমিন।
এসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন
সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী প্রদীপ দাশ, মোঃ হারুনুর রশীদ, সহ সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন, এস এম মুছা, মোঃ হানিফ চৌধুরী, মোঃ শামসুল আলম, কাজী ফরিদুল আলম খোকন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ ফারুক হোসেন, মুহিম বাদশা, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সাংবাদিক সৈকত দাশ ইমন, মোঃ রুবেল, প্রচার সম্পাদক পদপ্রার্থী মোঃ মহীউদ্দীন, মোঃ নুরুল হুদা, সহ সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোঃ হাবিবুল্লাহ, ছৈয়দ খোরশেদ আলম মাসুদ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মোঃ শহিদুল ইসলাম, সাজ্জাদ ইসলাম জিকু, কার্যকরী সদস্য পদপ্রার্থী উজ্জ্বল চক্রবর্ত্তী, মোঃ নাছির উদ্দীন, সুকান্ত বিশ্বাস মণি, মোহাম্মদ হাবিবুর রহমান, সাদ্দাম হোসেন বাপ্পি, রুবেল কান্তি দে।
এর আগে, ৮ জানুয়ারী থেকে ১০ জানুয়ারী পর্যন্ত প্রার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন। ১২ জানুয়ারী বিকাল ৫ টা পর্যন্ত ছিল ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময়, ১৩ জানুয়ারী ফরম উত্তলন এর শেষ সময় ও প্রতীক বরাদ্দ, আগামী ২১ জানুয়ারী নিবার্চন অনুষ্ঠিত হবে।