
জনি আচার্য্য,চীফ রির্পোটার।
চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন ধলঘাট ইউনিয়নের প্রাচীনতম বুড়াকালী মায়ের মন্দিরে ১৩ ই জানুয়ারি গভীর রাতে মধ্যযুগীয়কায়দায় এক দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে।মন্দিরের পুরোহিত আশীষ চক্রবর্তী জানান, গতকাল গভীররাতে দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙ্গে মায়ের বিগ্রহ মন্দিরে প্রবেশ করে নগদ পঞ্চাশ হাজার টাকা, প্রতিমার শরীর থেকে আনুমানিক ৪৫ ভরি ওজনের স্বর্ণ ও ২০ ভরি রূপার অলংকার চুরি করে। লুণ্ঠিত অংলকারের মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। তিনি আরো বলেন, গতকাল রাতে মন্দির বন্ধ করে বাড়িতে চলে যাই সকালে এসে দেখি সবকিছু এলোমেলো। চুরির ঘটনা সাথে সাথে পটিয়া থানাকে অবগত করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।প্রত্যক্ষদর্শীরা বলেন, এটি একটি প্রাচীনতম মন্দির কোনদিন এই ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে মন্দিরে যেই পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিলো সেই তুলনায় নিরাপত্তা ব্যবস্থা ছিলো দূর্বল। মন্দিরে একটি নৈশ প্রহরীও নেই। যেই কারণে চোরের দল সংগঠিত ভাবে অনায়াসে চুরি করে চলে যায়।ঘটনার বিষয়ে জানতে চাইলে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, খবর পেয়ে আমরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। তবে সন্দেহজনক ভাবে জিজ্ঞাসা বাদের জন্য তিন জনকে থানায় আনা হয়েছে। খুব দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।