
দুবাই প্রতিনিধিঃ
চট্টগ্রামের ছেলে মোহাম্মদ আরাফউল আলম সংযুক্ত আরব আমিরাতের ইউএসএ ফ্লাইং একাডেমী মিয়ামী প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণ শেষে সি.পি.এল কমার্সিয়াল পাইলট লাইসেন্স অর্জন করেছেন।
সম্প্রতি তিনি ইউএসএ ফ্লাইং একাডেমী মিয়ামী প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণ শেষে সি.পি.এল কমার্সিয়াল পাইলট লাইসেন্স অর্জন করেন।
জানা যায় , আরাফ সংযুক্ত আরব আমিরাতের আল বাশরাহ’র স্বত্বাধিকারী, বিশিষ্ঠ ব্যবসায়ী দানবীর ও সমাজ সেবক আলহাজ্ব আফজালুল আলমের সুযোগ্য সন্তান মোহাম্মদ আরাফউল আলম ইউএসএ ফ্লাইং একাডেমী মিয়ামী প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণ শেষে সি.পি.এল কমার্সিয়াল পাইলট লাইসেন্স পাওয়া অভিনন্দন জানিয়েছেন আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা । তার এ অর্জন বিশ্ব দরবারে বাংলাদেশর সম্মান অক্ষুন রাখবে।