
চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের উদ্যোগে শিবকল্প মহাযোগী পূর্ণব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব দিবস ও শ্রী শ্রী লোকনাথ গীতা সংঘের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গীতাযজ্ঞ, মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত ২ জানুয়ারী রাতে শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গণে উৎসব উদযাপন পরিষদের সভাপতি ডাঃ শম্ভু কান্তি দে সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবাশ্রমের উপদেষ্টা ও ভূমি দাতা মনোজ কান্তি সিংহ হাজারী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ডাঃ নারায়ণ দাশ, মঙ্গল প্রদিপ প্রজ্বলন করেন সেবাশ্রমের উপদেষ্টা ও ভূমি দাতা মঞ্জু সিংহ হাজারী, আর্শিবাদক সেবাশ্রমের উপদেষ্টা ও ভূমি দাতা অধ্যাপক দীপক কান্তি সিংহ হাজারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী টিটো, আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মোঃ লোকমান হাকিম, বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চন্দনাইশ উপজেলার অর্থ সম্পাদক সত্যপদ তালুকদার বাবলা, প্রধান ধর্মীয় আলোচক সুচিয়া রাধা গোবিন্দ সেবাশ্রমের অধ্যক্ষ প্রিয়ব্রত গোস্বামী তনু, ঝুন্টু কুমার মল্লিক, সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সদস্য বাপ্পা বিশ্বাস।
সাংবাদিক সৈকত দাশ ইমনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুণ কান্তি দত্ত, মহিলা সম্পাদিকা চম্পা দত্ত, আদিনাথ দেব, ডাঃ বাবলা দত্ত, যীশু দে, গণেশ দে, দীলিপ দত্ত, কৃষ্ণ দে, সুমন দে, স্বদেশ মল্লিক, টিটু দাশ, দীপক মল্লিক, চন্দন মল্লিক, রতন শীল, মিন্টু দে প্রমুখ।