
চন্দনাইশ প্রতিনিধিঃ
চন্দনাইশে ৮ম বারের মতো আলহাজ্ব মখলেছুর রহমান-আলতাজ খাতুন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়। গত ৩১ ডিসেম্বর ২২ইং সকালে চন্দনাইশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে গাছবাড়িয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষায় ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৮৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়।
উপজেলার ৩২টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালে পরিদর্শন করেন বৃত্তিদাতা উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, ইউআরসি ইন্সটেক্টর আকতার সানজিদা জাফর পপি, সভাপতি মো. শাহজাহান, সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কান্তি পোদ্দার, গাছবাড়িয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল মতিন প্রমুখ। উল্লেখ্য যে, ২০১২ সালে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী তার পিতা-মাতার নামে এ বৃত্তি পরীক্ষা শুরু করেছিলেন। যা অদ্যাবধি সু-চারুরূপে পরিচালনা করে আসছেন চন্দনাইশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন।