
চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল ও মাদ্রাসায় উৎসব মোখর ও আনন্দঘন পরিবেশে বই উৎসব উদযাপন করা হয়। রবিবার (১ জানুয়ারি) সকাল থেকে দিন ব্যাপী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এ উপলক্ষে সকালে দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে বই বিতরণ উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক দীপক কান্তি সিংহ হাজারী, দোহাজারী প্রেসক্লাবে সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বাবলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ ঘোষ, আওয়ামী লীগ নেতা আবদুল খালেক জগলু, শিক্ষক যথাক্রমে রূপশ্রী দাশ, আরিফা কাউছার, নয়ন কান্তি বড়ুয়া, বাপ্পী রানী দত্ত, অলক সরকার, মোঃ নোমান মিয়া, শর্মিলা চক্রবর্ত্তী, মোঃ শহীদুল্লাহ, আলেয়া বেগম, সেলিনা আকতার, কাজী শফিউননেছা, তাহমিনা আইরিন, অনুশ্রী শীল, ফাতেমাতুজ জোহরা ঝুমা। এ সময় বক্তারা বলেন শতভাগ শিক্ষিত জাতি গঠনের মধ্য দিয়েই আলোকিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। যা পৃথিবীর ইতিহাসে একমাত্র উদাহরণ।