
স্বার্থপর পৃথিবীতে নিঃস্বার্থ ভাবে কাজ করতে আমরা অঙ্গীকারবদ্ধ এই বাণী বুকে লালিত করে সেবামূলক কার্যকম করে যাচ্ছে পথের ফুল গ্রুপ। চট্টগ্রাম নগরীর সি আর বি তে ২৫/১২/২০২২ রোজ রবিবার পথের ফুল গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শতাধিক ছিন্নমুল শিশু ও অসহায় মাঝে খাবার বিতরন করা হয়।উক্ত সময় উপস্হিত ছিলেন পথের ফুল গ্রুপের এডমিন সুজন আচার্য্য, Jhp Tv এডিটর তুর্ষ রুদ্র, রিতা মিত্র, সুমন নাথ,প্রীতম চৌধুরি, তিশা দাশ অনজয় শীল আদিত্য , প্রদীপ্ত তালুকদার, রাধিকা ঘোষ পুজা,সঞ্জয় দত্ত, শয়ন ঘোষ,দীপ্ত দেব,শান্তি নিকেতন গ্রুপ এর এডমিন জয় দাশ ও প্রিয়ন্তি দাশ।উক্ত সময় পথের গ্রুপের সদস্যারা বলেন,মানব জাতীর কল্যানে আমাদের সেবামূলক কাজ অব্যাহত থাকবে।