
আজিমুল গণী:
সংযুক্ত আরব আমিরাতের শারজায় আল ফাদি এন্ড আল থাবি ইউজড্ অটো স্পেয়ার পার্টস ট্রেডিং এল.এল.সি. নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের শুভ উদ্ধোধন করা হয়েছে।
১৬ ডিসেম্বর শারজাহ ইন্ড্রাস্টিয়াল এরিয়ায় সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ঠ ব্যাবসায়ী মোহাম্মদ এহসান বাবর ও মোহাম্মদ রেজাউল করিমের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি কোরআন খতমের পর ফিতা কেটে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ঠ ব্যাবসায়ী মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতের মান্যবর কনস্যাল জেনারেল বি.এম. জামাল হোসেন।
মোহাম্মদ তৌহিদুল আলম জিলানির পরিচালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সিনিয়র সহ-সভাপতি, মো. ইসমাইল গনী কমিউনিটির নেতা কাজী মোহাম্মদ আলী, দুবাই গাউছিয়া কমিটির সভাপতি মাও. ফজলুল কবির চৌধুরী, সিআইপি মো. জাহাঙ্গীর আলম , বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মো. মুনসুর, আলহাজ্ব সুফি নুরুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আজম খান, কমিউনিটি নেতা আনসারুল হক, মোহাম্মদ ইয়াসিন তালুকদার, কমিউনিটি নেতা শাহজাহান শাহা, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীর ছাপা, আলহাজ্ব আব্দুল কাদের।
অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. সালাউদ্দিন উদ্দিন বাপ্পি, বোরহান উদ্দিন, স্টার বাংলার পরিচালক সাদেক হোসাইন, আবুল কালাম আজাদ, মোঃ শাহ আলম, আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব আবু জাফর, মোহাম্মদ তহিদুল আনোয়ার, মোঃ ইয়াসিন আরাফাত, মোহাম্মদ মেয়াশেদুল আরাফাত, মোঃ রিয়াদুল আরাফাত, মোহাম্মদ সাজ্জাদুল আরাফাত সহ আরো অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুই হাজার মানুষের খাবার পরিবেশন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার বাংলাদেশি প্রবাসীরা অংশগ্রহণ করেন।