
চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া নাজিরহাট চত্বরে নবগঠিত দক্ষিণ জেলা যুবলীগের ২ নেতার সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গত ৯ ডিসেম্বর বিকালে সাতবাড়ীয়া ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে নব-গঠিত দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন মিঠু ও সমাজকল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরীর সংবর্ধনা সভা মাস্টার হুমায়ন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, আলোচনায় অংশ নেন, আ.লীগ নেতা যথাক্রমে শাখাওয়াত হোসেন শিবলী, আবদুল্লাহ আল নোমান বেগম, এড. সিরাজুদৌল্লাহ, এড. আবু ছালেহ, মোরশেদুল আলম, যুবলীগ নেতা যথাক্রমে ফোরক আহমদ, লোকমান হাকিম, খোরশেদুল আলম লিটন, মাইনুল ইসলাম পুতুল, মেজবাহ উদ্দীন ভুট্টা, মাহাবুল আলম রিপু, ছাত্রলীগ নেতা মো. মামুন, মো. আলমগীর, মো. আরমান, এস.এম রাশেদ, তারিকুল ইসলাম তারেক প্রমুখ।