
চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামে চন্দনাইশ উপজেলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দোহাজারী পৌরসভার কমিটির ত্রি বার্ষিক সন্মেলন দোহাজারী হাজারী বাড়ী পূজা মন্ডপে গতকাল ১০ নভেম্বর সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হয়।
সন্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি অধ্যাপক দীপক কান্তি সিংহ হাজারী সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলনের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ চট্টগ্রাম জেলার সভাপতি ও ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার রাজনৈতিক বিষয়ক সম্পাদক উৎপল রক্ষিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি তাপস হোড়, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সহ সভাপতি সুভাষ চৌধুরী, সহ সভাপতি ও চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক বিষ্ণুযশা চক্রবর্ত্তী, দক্ষিণ জেলার দপ্তর সম্পাদক শম্ভু নাথ সরকার, উপজেলার সহ সভাপতি কুন্তুল বড়ুয়া, দক্ষিণ জেলার শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক গোপাল কৃষ্ণ ঘোষ, সহ ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক সৈকত দাশ ইমন, উপজেলার অর্থ সম্পাদক সত্যপদ তালুকদার বাবলা।
চন্দনাইশ উপজেলা ঐক্য পরিষদের সদস্য ভবতোষ শীলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলার সদস্য নয়ন বড়ুয়া, অনন্যাদের মধ্যে আরো বক্তব্য রাখেন, আশীষ চন্দ্র দে, রুপক কান্তি ঘোষ, মাষ্টার নির্মল কান্তি নাথ, ডাঃ বাবলা দত্ত, রুপক দাশগুপ্ত বাবু, কালাবাশিঁ জলদাস, বাবলু সুশীল, যদু নাথ, রতন শীল, প্রদীপ চক্রবর্ত্তী, দীপক মল্লিক, সাবুল চক্রবর্ত্তী, প্রকাশ জলদাস প্রমুখ।
সন্মেলনে উৎপল রক্ষিতকে প্রধান করে কুন্তুল বড়ুয়া, বিষ্ণুযশা চক্রবর্ত্তী, গোপাল কৃষ্ণ ঘোষ ও সত্যপদ তালুকদারসহ পাঁচ জন সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটি গঠন করা হয়। ২০২২হতে ২০২৪ সাল ৩ বছরের জন্য দোহাজারী পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর কমিটির অনুমোদন প্রদান করা হয়। উক্ত কমিটিতে মাষ্টার নয়ন কান্তি বড়ুয়াকে সভাপতি, আশিষ চন্দ্র দে সিনিয়র সহ সভাপতি, ডাঃ বাবলা দত্ত সহ সভাপতি, মাষ্টার নির্মল কান্তি নাথ সহ সভাপতি, গনেশ চন্দ্র দে সহ সভাপতি, রুপক দাশগুপ্ত বাবু সহ সভাপতি, ভবতোষ শীল সাধারণ সম্পাদক, বাবলু সুশীল সহ সাধারণ সম্পাদক, পংকজ নাথ সহ সাধারণ সম্পাদক, যদু কান্তি নাথ সাংগঠনিক সম্পাদক, আনন্দ সুশীল অর্থ সম্পাদক, রতন শীল দপ্তর সম্পাদক, প্রদীপ চক্রবর্ত্তী প্রচার সম্পাদক, এডভোকেট বাপন চৌধুরী আইন বিষয়ক সম্পাদক, বিপ্লব দাশ প্রকাশনা সম্পাদক, দীপক মল্লিক সাংস্কৃতিক সম্পাদক, রুমা বড়ুয়া মহিলা বিষয়ক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।