
বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী গ্রীণ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সহযোগিতায় ফ্রী মেডিকেল হার্ট ক্যাম্প ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ নভেম্বর শনিবার হাসপাতালের সামনে এ ক্যাম্প ও সেমিনার অনুষ্ঠিত হয়।
হাসপাতালেরর চেয়ারম্যান মো. সোলাইমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. কে. এম. ফজলুল হক, বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব আবুল কাশেম লেদু ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. লোকমান হাকিম , হাসপাতালের এজিএম এন্ড কো – অর্ডিনেটর মো. আমানুল্লাহ আমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক আমেনা শাহিন, পরিচালক এডমিন সহকারী অধ্যাপক এম. এ হাশেম, কার্ডিওলজিস্ট ডা.আবদুল মোতালেব, ডা. আখতার হোসাইন, ডা. শফিউল আজম,ডা. সোহেল সিদ্দিকী, তৌহিদুল আলম, মো. মোরশেদ, গ্রীণ হাসপাতালের ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুচ প্রমূখ।